বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান চেম্বার সভাপতির

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পাহাড় ধসে এবং সিলেট ও সুনামগঞ্জে বন্যায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

গতকাল ১৯ জুন এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে আকবরশাহ ও পাহাড়তলীতে পাহাড় ধসে ৪ জন মৃত্যুবরণ করেছেন। দেশের প্রায় ১১টি জেলায় বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে অত্যন্ত অসহায় অবস্থায় মানবিক বিপর্যয়ের সম্মুখীন। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। পানিবন্দী এলাকায় বিশুদ্ধ খাবার পানি, খাদ্য বিশেষ করে শুকনো খাবার এবং আশ্রয়ের অভাবে মানুষ অবর্ণনীয় কষ্টে রয়েছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশের উত্তরাঞ্চলেও কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের মধ্যাঞ্চলও প্লাবিত হতে পারে উল্লেখ করে তিনি এই পরিস্থিতিতে দেশের ব্যবসায়ী সমাজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, কর্পোরেট হাউজসহ দেশের বিত্তবানদেরকে বন্যার্তদের সাহায্যে দ্রুত এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু ভয়েও বসতভিটা ছাড়ে না ওরা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্প পার্কে জনবল নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চান ইঞ্জিনিয়ার মোশাররফ