বন্যার্তদের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৫ অপরাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ৩০ আগস্ট ভয়াবহ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত বিভিন্ন এতিম ও হেফজখানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং বর্তমান সভাপতি কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. .টি.এম রেজাউল করিম। কার্যক্রমের উদ্বোধন করেন প্রকৌশলী মোমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা সন্তোষ কুমার নন্দী, মো. আলতাফুর রশীদ বাবু, সুভাষ সরকার। উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক খাঁন আসিফ, মো. ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, আমিনুল ইসলাম মামুন, সুলতান মাহমুদ রাজীব, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, রুকুনূর জামান তাসিন, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, আবু শাহাদাত, মো. সায়েম, মিনহাজুল হক মিনার, মো. সাকিবুর রহমান, সোহরাবুল আলম সৌরভ, ওয়াজিয়া রুহানা চৌধুরী, আহদুল ইসলাম রুবেল, হাসান ইহলান চৌধুরী, মোসলেম উদ্দীন। প্রধান অতিথি বলেন, দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রয়াস পরিবার আন্তরিকতার সাথে এবং দেশের কল্যাণের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক আজাদের পিতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধহত্যা মামলায় এবার আসামি আইভী