বন্যার্তদের পূর্নবাসনের রোডম্যাপ ঘোষণার দাবি বাসদের

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে গতকাল চট্টগ্রাম নগরীর জুবিলী রোড, কাজীর দেউড়ি, বাটালি রোড, ফলমন্ডিসহ বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ ও পথসভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ।

সমাবেশগুলোতে বক্তারা বন্যা প্লাবিত জেলাসমূহকে উপদ্রুত এলাকা ঘোষণা করে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা, পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তা প্রদান এবং পূর্নবাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান। একইসাথে বক্তারা পূর্ব সতর্কতা ছাড়া ভারত উজানে বাঁধের গেট খুলে দেয়া আন্তর্জাতিক আইনের লংঘন ও সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় বলে উল্লেখ করেন। তারা ভারতের কতৃর্ক বাংলাদেশের নদী ও পানির উপর আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার বিএমচরে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবৈষম্যমূলক নীতি সংস্কার-বাতিলের দাবি ইআরএলের শ্রমিক কর্মচারীদের সমাবেশ