বন্যার্তদের পাশে দাঁড়াতে নগর বিএনপির কমিটি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৯ সদস্যের একটি ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করেছে নগর বিএনপি। সংগঠনের সাবেক সহসভাপতি সৈয়দ আজম উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক সহসভাপতি হারুন জামান, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আজাদীকে বলেন, দেশের দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলসহ চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়িসহ বিভিন্ন উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে অসংখ্য মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় ইতোমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার।

নগর বিএনপি সূত্রে জানা গেছে, ত্রাণ কমিটির সদস্যরা প্রতিদিন দুপুর ২টা থেকে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ত্রাণ সহায়তা গ্রহণ করবেন। কমিটির সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৮৩৭১৫৮৬৫৯ নম্বরে।

এদিকে ত্রাণ কমিটির সদস্যরা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ কমিটিতে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দেবে প্রাইম ব্যাংক
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে অতি দ্রুত সংলাপ চান ফখরুল