ফেনীতে বন্যার্ত মানুষের মাঝে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ফেনীর বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও একই দিনে নোয়াখালীর চাটখিল এবং ফেনীর সোনাগাজী উপজেলায় কেডিএস গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় কেডিএস গ্রুপের চেয়ারম্যানের পক্ষে উপস্থিত থেকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে কিন্তু দুর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফেনীর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সাধারণ কোনো স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ঘরবন্দি মানুষকের কাছে খাদ্য, পানি পৌঁছানো সম্ভবপর নয়। তাই আমরা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণে সমন্বয় করছি। ত্রাণসহ টিম ভাগ করে বিভিন্ন স্থানে সেনাবাহিনী পাঠাচ্ছে, যাতে করে সবাই ত্রাণ পায়। এ ছাড়া এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী ক্যান্টনমেন্টের মেজর কৌশিক, মেজর সৌরভ, কেডিএস গ্রুপের আইটি হেড ভাস্কর ভৌমিক, অডিট হেড রুম্মান শামসী, এইচ আর হেড সুবির দাশ, মার্কেটটিং ম্যানেজার ওবায়দুর রহমান, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী, কেওয়াই এইচ আর হেড সুব্রত দেব, পে–রোল ম্যানেজার কাজল বড়ুয়া, গুঞ্জন দেব, উৎপল চৌধুরী, সুচরিত দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।