অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছি। কারণ গ্রামীণ পর্যায় থেকে সবপর্যায়ে যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। রাস্তা ঠিক না থাকলে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে না।
গতকাল চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে এ এফ হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় সভায় কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। এ বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।
উপদেষ্টা বলেন, বন্যা নিয়ে আর আক্ষেপ–আহাজারি না করে আগামীতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি, তা পর্যালোচনা করছি। কারণ সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে এ ক্ষতি কাটিয়ে উঠা কষ্টসাধ্য।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম এবং চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত শনিবার দুইদিনের সফরে চট্টগ্রাম আসেন এবং গতকাল সার্কিট হাউসসহ নানা জায়গায় অনুষ্ঠিত নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিস ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড ডিজিটাল কার্যক্রম পরিদর্শনসহ নানা কর্মকাণ্ড শেষে তিনি বিকাল ৫টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরে যাবেন।