বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ ও মেরামতের ব্যবস্থা করুন

সাতকানিয়ায় ত্রাণ বিতরণকালে ড. নুর হোসাইন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ার ১৬নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওতাধীন ৯, ৩ ও ৮ ওয়ার্ডের বেশি ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চবি অধ্যাপক ও নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ড. নুর হোসাইনের নেতৃত্বে ত্রাণবিতরণকালে সৈয়দ বদরুল হক চিশতি, অধ্যক্ষ জুনাইদুল্লাহ শিবলি, প্রকৌশলী সৈয়দ মউসুলুল হক, এনামুল হক, আলমামুন, ফখরুল, আসিফ, শাকিল, তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল ও মহিলা সদস্য কাজলের তত্ত্বাবধানে হোসেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম. এ ছবুরের তত্ত্বাবধানে শাহ মজিদিয়া মার্কেট চত্বরে এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিনের তত্ত্বাবধানে দক্ষিণ রুপকানিয়া মসজিদ চত্বরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ড. নুর হোসাইন ক্ষতিগ্রস্তদের যথাযথ তালিকা প্রণয়ন করে গৃহনির্মাণে সরকার ও ধনাঢ্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ডলু খালের উভয় পার্শ্বে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে ভাতাভোগীদের যাচাই বাছাই কার্যক্রম