রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের ৭ উপজেলা ও নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এসব এলাকায় বানের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। দলমত নির্বিশেষে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়ার বহু সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন। এর মধ্যে গাউসিয়া কমিটি, নূরের আলো যুব একতা সংঘ, ইমাম হোসাইনি কাফেলা, স্কোয়ার্ড রাইডার্স, বন্ধুসভা–সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসমাজের ব্যানারে মিলে লক্ষাধিক বন্যার্ত মানুষের হাতে পৌঁছে দিয়েছে ত্রাণসামগ্রী।
রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ইমাম হোসাইনি কাফেলা গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ধরে নোয়াখালী ও মীরসরাইয়ে বন্যা দুর্গত ৮০০ মানুষকে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী দিয়েছে। সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক তারেক বলেন, এখন বন্যার পানি নেমে যাচ্ছে। দুর্গত এলাকার লোকজন রান্না করে খেতে পারার মতো পরিবেশ হয়েছে। তাদের দিতে হবে চাল, ডাল–সহ খাদ্যসামগ্রী। অনেক জায়গায় পানি নেমে যাওয়ার পর অনেকের জরাজীর্ণ কাঁচা বসতঘর ভেঙে যাচ্ছে। তাদের প্রয়োজন পুনর্বাসন। সরকারের পাশাপাশি বিত্তবান ও বিভিন্ন সংগঠন পুনর্বাসন কিংবা ঘরবাড়ি মেরামতে এগিয়ে আসতে পারে।
নূরের আলো যুব একতা সংঘের সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেক বলেন, সংগঠনের প্রবাসী সদস্য ও স্থানীয় স্বচ্ছল ব্যক্তিরা এই কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করার ফলে আমরা গত ৪ দিন ধরে ফেনী, মীরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় ত্রাণ কার্যক্রম চালাই।
স্কোয়ার্ড রাইডার্স নামে রাঙ্গুনিয়ার আরেক সংগঠনের এডমিন ইসমাঈল হোসেন নয়ন বলেন, ফেনী বন্যায় যখন ডুবে ছিল, তখন সংগঠনের পক্ষ থেকে উদ্ধার কাজের জন্য স্বেছাসেবী ও বানভাসি মানুষের কাছে ২০৫টি লাইফজ্যাকেট বিতরণ করা হয়। এছাড়া ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়।
রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার কথা জানান রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম। বন্ধুসভা রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ কয়েকটি পরিবারের পুনবার্সন কিংবা ঘর মেরামতে উদ্যোগ নেয়ার পরিকল্পনা নিয়েছে।
বন্যার্তদের পাশে দাঁড়ানো আরো উল্লেখযোগ্য সংগঠনগুলো গাউছিয়া কমিটি, নঈমী সাইবার টিম, আল উম্মাহ ফাউন্ডেশন, উদ্দীপ্ত তরুণ সংঘ, রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ, তারুণ্যের শক্তি, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, আল্লামা মুছা ফাউন্ডেশন, সরফভাটা ফ্রেন্ডস গ্রুপ, সরফভাটা ছাত্র সমাজ, ইমাম হোসাইন স্মৃতি সংসদ, আমাদের সরফভাটা, সরফভাটা পাহাড়ীকা উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ, রাঙ্গুনিয়া বাইক লাভার্স, ইয়েস ফ্যামেলি, রাঙ্গুনিয়া ফ্রিডম রাইডার্স, রাঙ্গুনিয়া জাগো হিন্দু পরিষদ, উইনার তরুণ সমাজ, এ ছাড়াও আনজুমান ওয়াদে আযম, গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ, সম্যক রাঙ্গুনিয়া শাখা, ইয়ুথ অ্যাডুকেশন সোসাইটি, রাঙ্গুনিয়া স্কুল ভোকেশনাল ব্যাচ ২০ পরিষদ, শিলক ছাত্র সমাজ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, হাফেজপাড়া জনকল্যাণ সংস্থা, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যান পরিষদ, লিচুবাগান ব্যবসায়ী কল্যান সমিতি, শিলক প্রবাসী ও ছাত্র ঐক্য পরিষদ, উত্তর রাঙ্গুনিয়া ছাত্র সমাজ, খুরুশিয়া সম্মিলিত সামাজিক সংগঠন, দক্ষিণ নিচিন্তাপুর প্রবাসী ও ছাত্রসমাজ, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ, ওয়েলফেয়ার মডেল ফাউন্ডেশন, শিলক নটুয়ারটিলা যুব ঐক্য পরিষদ, স্টুডেন্স ব্লাড ব্যাংক, বেতাগী মানবিক ফাউন্ডেশন, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রসমাজ, রাইডার্স ভ্যালি, এসএমএস যুব সমিতি, বন্ধুমহল, সরফভাটা উচ্চ বিদ্যালয় ব্যাচ ১৪ পরিষদ, দাওয়াতে ইসলামী, সিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ, কোদালা ছাত্র জনতা সংগঠন, ঐক্য ও উন্নয়ন সংস্থা, পারুয়া সাহাব্দীনগর ব্যাচ ১৭, অলিয়ার পাড়া ইয়ং সোসাইটি, রাঙ্গুনিয়া কলেজ ২০১১ ব্যাচ পরিষদ, কর্ণফুলী ক্রীড়া পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় প্রচুর সংগঠন বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করেছেন। এটি মানবিক কাজ। মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসা প্রকৃত মানুষের পরিচয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। অধিক ক্ষতিগ্রস্ত কাঁচাঘর মেরামতে সহযোগিতার পরিকল্পনা রয়েছে।