বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিনমজুরের নাম আবদুর রশিদ (৬০)। তিনি ওই এলাকার আবদুল নবীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ দিলদার জানান, মঙ্গলবার রাতে ৩/৪টি হাতি মীরেরখীল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়।

হাতিগুলো ওই এলাকার দিনমজুর আব্দুর রশিদের ঘরের পাশে কলাগাছ খাচ্ছিল এবং নানাভাবে তাণ্ডব চালাচ্ছিল। ফজরের আজান দিলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রশিদ।

ঘরের বাইরে বের হতেই হাতির কবলে পড়েন তিনি। এসময় একটি বন্য হাতি তাকে পা দিয়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে এবং এক পর্যায়ে পাহাড়ে ফিরে যায়। একই দিন দুপুর ২টার দিকে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন
পরবর্তী নিবন্ধরাউজানে পৃথক অভিযানে গ্রেপ্তার ৬