বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রাক্তন উপ-প্রধান বন সংরক্ষক ডক্টর তপন কুমার দে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এই প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক এবং বনকর্মীরা অংশ নেন। বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. বখতিয়ার নুর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ডিএফও আবুল কালাম এবং চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। প্রশিক্ষক হিসেবে থাকবেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য ও মো. ইসমাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর তপন কুমার দে বলেন, পরিবেশ ও প্রতিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বন্যপ্রাণী। কিন্তু আমাদের পরিবেশ থেকে বিভিন্নভাবে অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। যদিও বন্যপ্রাণী না থাকলে মানুষের জীবনও পরিপূর্ণতা পাবে না। তাই মানুষের স্বার্থে বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে। বন্যপ্রাণী কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কিভাবে এরদ্বারা মানুষ উপকৃত হয় এসব বিষয় সম্পর্কে প্রশিক্ষণে আলোকপাত করা হবে বলে তিনি জানান। পার্বত্যাঞ্চলে ইদানিং শোনাযাচ্ছে বন্য হাতি ও ভালুক মানুষের ক্ষতি সাধন করছে। কেন এমনটা হচ্ছে এবং বন্যপ্রাণীর কোন ক্ষতি না করে কি উপায়ে এসব হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়া যাবে এসব বিষয়ে প্রশিক্ষণে বিষদভাবে ধারণা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ও আলিয়ঁস ফ্রঁসেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধমনুষ্যত্ববোধ জাগ্রত করাই শিক্ষার লক্ষ্য