নগরের জামালখানের এস এস খালেদ রোডের ফুটপাতে নির্মাণাধীন দোকানের কাজ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলমের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে দোকানটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। মো. মুফিদুল আলম দৈনিক আজাদীকে বলেন, জামালখানে সৌন্দর্যবর্ধনের যে চুক্তি হয়েছিল সেখানে দোকানটির বিষয়ে উল্লেখ নেই। অর্থাৎ চুক্তিবহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছিল দোকানটি। সন্ধ্যায় উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত, গতকাল দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘ফুটপাত দখল’ শিরোনামে একটি ফটো ফিচার প্রকাশিত হয়। এতে সৌন্দর্যবর্ধনের নামে এস এস খালেদ রোডের ফুটপাতে স্থায়ী দোকান নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়।