বকেয়া বেতন পরিশোধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রাষ্ট্রায়ত্ত বন্ধ সকল পাটকল চালুসহ ৭ দফা দাবিতে আমিন জুট মিল গেটে প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১০টায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বকেয়া বেতন পরিশোধ, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত বন্ধ সকল পাটকল চালু, গ্রেপ্তার রুহুল আমিনের মুক্তিসহ ৭ দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, পাটকলের জমি দখল এবং যন্ত্রপাতি লুটের জন্য পাটকলগুলো বেসরকারিখাতে ছেড়ে দেয়ার পাঁয়তারা চলছে। অবিলম্বে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। বক্তব্য রাখেন পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, চট্টগ্রাম জেলার সদস্য সচিব মো. কামাল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুশফিক উদ্দিন ওয়াসি, আমিন শিল্পাঞ্চল শাখার সংগঠক মো. বেলাল, মো. আকতার, তানসেন, দিলীপ দাশ, তিতাস চাকমা, এ্যানি চৌধুরী, এস এম শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।