‘বন্ধু ঘর’ আয়োজিত মিনিবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি,’- এই প্রতিপাদ্যে নগরীর ঈদগাঁ মুন্সিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে বন্ধু ঘরের আয়োজনে মিনিবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। গত ২৪ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ইমন ব্রাদার্স ১০ গোলে আব্দুস সালাম স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান তামজীদের সঞ্চালনায় ও সহসভাপতি আব্বাস উদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর হোসেন রমজান, সাজ্জাদ আহমেদ সাজ্জাদ, সাইফুল আলম রুবেল, নজরুল ইসলাম মিয়াজি, মঞ্জুর আলম, আব্দুর রহমান প্রমুখ। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহিম এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ নোমান। খেলা শেষে বন্ধু ঘরের নব কমিটি ঘোষণা করা হয়। যেখানে আলতাফ হোসেনকে সভাপতি এবং মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন বাংলাদেশের জহির
পরবর্তী নিবন্ধকর্ণফুলী এ জে চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন