বন্ধুপ্রতীম ছয় দেশকে টিকা উপহার দিচ্ছে ভারত

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশসহ বন্ধুপ্রতীম ছয়টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এই খবর দিয়েছে। প্রথমেই টিকা পাঠানো হচ্ছে মালদ্বীপ ও ভুটানে। গতকালই এই টিকা পৌঁছার কথা। মালদ্বীপে পাঠানো হচ্ছে ১ লাখ ডোজ টিকা, ভুটান পাচ্ছে দেড় লাখ ডোজ। খবর বাংলানিউজের।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ ও নেপালে টিকা পৌঁছাবে আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচীনের উইঘুর নিপীড়ন গণহত্যা : যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধবাইডেনকে ইরান পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির