যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) পরিচালিত পারায়ন প্রকল্পের উদ্যোগে অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় ৩দিন ব্যাপী আয়োজিত কাউন্সেলিং কৌশল বিষয়ক স্টাফদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক ছিলেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন। আলোচনায় আরো অংশ নেন প্রোগ্রাম ম্যানেজার মুনজিলুর রহমান, এসিস্টেন্ট কোঅর্ডিনেটর নার্গিস চৌধুরী। অপরাজেয় বাংলাদেশের ট্রেনিং অফিসার লায়লা বিলকিস প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা যোগাযোগ দক্ষতা,মানসিক স্বাস্থ্য ও কমিউনিটির প্রেক্ষাপটে গুরুত্ব, কাউন্সেলিং কী,প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য, সক্রিয় শ্রবণ, সহানুভূতি, বিশ্বাসপূর্ণ সম্পর্ক বা গোপনীয়তা, চাপ কমানোর কৌশল তুলে ধরেন । দ্বিতীয় দিন, যোগাযোগ দক্ষতায় কঠিন পরিস্থিতি মোকাবেলা, শ্রদ্ধা ও সম্মান, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, পেশাগত সীমাবদ্ধতা, পেশাগত আচরণ সম্পর্কিত আলোচনা করা হয়। প্রথম দিনে জেএসইউএস প্রশাসনিক ব্যবস্থাপক শারমীন পারভীন উদ্বোধনী বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন,ভালোবাসা, বিশ্বাস, ভরসা, হিংসা–প্রশান্তি,আশা, ঘৃণা, অহংকার প্রভৃতি মন ও মননের ব্যাপার। আর এই সব মনোজগতের উৎকর্ষ সাধনের প্রক্রিয়াসমূহকে মাঠ পর্যায়ে সুন্দর একটা প্রতিফলন ঘটানোর মাধ্যমেই সাধিত হতে পারে মানসিক স্বাস্থ্যের বিকাশ ও উৎকর্ষ সাধন। প্রেস বিজ্ঞপ্তি।










