কারাগারে বন্দিরা মোবাইলে ফোনের পাশাপাশি ভিডিও কলেও কথা বলতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার সকালে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে বন্দিদের সঙ্গে পরিবারের দেখা-সাক্ষাৎ বন্ধ থাকায় সপ্তাহে এক দিন ১০ মিনিট মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি ভিডিও কলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। খবর বিডিনিউজের।
কারাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০ বছরের ইতিহাসের সকালের নাস্তায় রুটি ও গুড়ের পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দুই দিন খিচুড়ি, এক দিন হালুয়া-রুটি দেওয়া হচ্ছে। একে যুগান্তকারী পরিবর্তন বলে উল্লেখ করেন মন্ত্রী। বাংলা নববর্ষসহ বিশেষ দিবসগুলোতে উন্নত মানের খাবারের জন্য বন্দি প্রতি বরাদ্দ এবং বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হচ্ছে বলে মন্ত্রী জানান।
কারাগার এখন কেবল শাস্তি কার্যকরের জায়গা নয় জানিয়ে তিনি আরও বলেন, কারাবন্দিদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে সমাজের মূল ধারায় ফিরিয়ে দেওয়ার মতো গুরুদায়িত্ব পালন করছে কারাগারগুলো। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দেশের ৬৮টি কারাগারে আটক বন্দিদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনা হয়েছে বলেও জানান মন্ত্রী কামাল।
মন্ত্রী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে আয়োজিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।