চট্টগ্রাম বন্দর সংস্কারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ১২ দফা প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল সংগঠনটির সহ–সভাপতি এএম মাহবুব চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ প্রস্তাবনা উল্লেখ করা হয়।
১২ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে– সার্কুলার নং ২/২৫, তারিখ: ২০–০২–২০২৫ বাতিল করা, স্বৈর আমলের কাল আইন রেগুলেশন ফর ওয়ার্কিং অব চিটাগং পোর্ট–২০০১ এর ধারা ১৬০ প্রত্যাহার, পোর্ট অর্ডিনান্স–১৯৭৬ এর চট্টগ্রাম বন্দর এডভাইজারি কমিটি চট্টগ্রাম বন্দর আইন ২০২২ এ সংযোজন, ব্যাংক বন্ধ থাকলে ডেলিভারি বন্ধ, তাই চট্টগ্রাম বন্দর চার্জ ৭/২৪ ক্রেডিট কার্ড বা বিকাশ বা ক্যাশ অর্থ গ্রহণ ব্যবস্থা, মধ্যস্বত্ত্বভোগী বাদ দিয়ে বন্দরের নিবন্ধিত শ্রমিক দিয়ে চালান ডেলিভারি উন্মুক্ত করা, অন্য দেশের মত স্থানীয় ব্যবহারকারীর জন্য বন্দর চার্জ টাকার নির্ধারণ, অব্যবহৃত জায়গায় ইয়ার্ড ও শেড নির্মাণের টেন্ডার করা, শনিবার বন্দর ভবনের ট্রাফিক শাখা ও জরুরি সেবা শাখা খোলা রাখা, একদিন পূর্বে কন্টেনার ইন্ডেন্ট দিয়ে দ্বিতীয় দিনে কন্টেনার ডেলিভারি না দিয়ে সিটিএমএস’র যথাযথ ব্যবহারে অনলাইন ইন্ডেন্ট নিয়ে একদিনেই কন্টেনার ডেলিভারি দেয়া, বন্দরে ১০ হাজার অকশন কন্টেনার বাহিরে স্থানান্তর এবং প্রতি শেডে চারজন শেড অপারেটর নিয়োগ দিয়ে পণ্য ডেলিভারি দেয়ার আদেশ দেয়া।