বন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান ও দোয়া মাহফিল ১৯ সেপ্টেম্বর স্ট্র্যান্ড রোডের মিষ্টিমুখ কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিেত্ব অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন। এতে বক্তারা বলেন, বন্দরের ল্যাসিং আনল্যাসিং শ্রমিকরা অনেকভাবে অবহেলিত। বার্থ অপারেটররা কালক্ষেপণ করে ন্যায্য পাওনা দিতে চায় না। আমাদের ন্যায্য পাওনা দিয়ে দেবেন। আমাদের সেফটি সরঞ্জাম, পরিচয়পত্র দেবেন। আট ঘণ্টায় ২৫ কনটেইনারের বেশি লোড আনলোডকে প্রোডাকশন বলা হয়। আমাদের প্রাণের দাবি ল্যাসিং শ্রমিকদের প্রোডাকশন অবশ্যই দিয়ে দিতে হবে। নবনিযুক্তদের শপথবাক্য পাঠ করান সংগঠন সভাপতি মো. ইকবাল হোসেন। শপথ নিয়েছেন নবনিযুক্ত কার্যকরী সভাপতি মো. লিয়াকত আলী, সহসভাপতি মো. সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. শহিদুল্লাহ ও কার্যকরী সদস্য জামাল উদ্দিন। ফুল দিয়ে তাদের বরণ করেন সংগঠনের নেতারা। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লায় দুর্গাপূজা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিয় নবী পৌত্তলিক যুগের অবসান ঘটিয়ে সাম্য-মৈত্রীর সমাজ প্রতিষ্ঠা করেন