বন্দর দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

১৩৮তম বন্দর দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দরে জাতীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়েছে। এর আগে রাত ১২০১ মিনিটে বন্দরে অবস্থানকারী সব জাহাজে একযোগে হুইসেল বাজানোর মাধ্যমে বন্দর দিবসের সূচনা করা হয়।

বন্দর সূত্র জানিয়েছে, বন্দর দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বন্দরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কেক কেটে শুভেচ্ছা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এছাড়া বন্দর হাসপাতালে রোগীদের গতকাল বিশেষ খাবার প্রদান করা হয়েছে। বন্দর ভবনে আলোকসজ্জা ছাড়াও বন্দর এলাকায় ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধব্যয় বাড়ায় চট্টগ্রাম থেকে কমেছে হজযাত্রী