বন্দর থানা ছাত্রদলের কর্মী সভা

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত বন্দর থানা এবং এর আওতাধীন ওয়ার্ড ছাত্রদল নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিমের কর্মী সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর নবী মহররম।
তিনি বলেন, ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও কর্মময় জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রয়োজনে ছাত্রদল রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে বদ্ধপরিকর। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তে যে কোনো সময় রাজপথে ঢেউ তুলতে ছাত্রদল সর্বদা প্রস্তুত। এ সময় সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে ছাত্রদলের বলিষ্ঠ ভূমিকার কোন বিকল্প নেই। আগামীতে আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা ও এর আওতাধীন ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরফিকুল ইসলাম কানু
পরবর্তী নিবন্ধচমেকে ওয়ার্ল্ড থ্রোম্বসিস দিবস উদযাপন