বন্দর থানা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ সুমন শেখ মানিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বন্দর থানার সাগরপাড়ের বেড়িবাঁধ সংলগ্ন ইউনুস জমিদারের ভাড়াঘর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বিক্রির ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার মো. সুমন শেখ মানিক (৩১) যশোর জেলার জয়রাবাদ উপজেলার চন্দনপুর গ্রামের ইলিয়াস শেখের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই কিশোর মজুমদার আজাদীকে বলেন, আটক মানিকের বিরুদ্ধে মাদকের দুটি মামলা চলমান রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সুমন একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন এলাকায় গোপনে মাদক বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘরের শো কেসের ভেতরের ড্রয়ারের মধ্যে মজুদ রাখা এক কেজি গাঁজা ও ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র চলছে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো জোরদার হবে