বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ ‘সি’ এর খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১৬ রানে কাট্টলী নূরুল হক হাই স্কুলকে পরাজিত করে। টসে জিতে বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নামে।
৩৮ ওভার ২ বল খেলে তারা ১৪৫ রানে অল আউট হয়। দলের পক্ষে সাইফুল আলম ২৬,তালহা জুবায়ের ১৯, মেহেদী হাসান ৩১ এবং হাসিবুল আলম সর্বোচ্চ ৪৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। কাট্টলী নূরুল হক হাই স্কুলের মারজুক ইসলাম ২৭ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান আরাফ হোসেন, জাহাঙ্গীর আলম এবং আবদুল কাইয়ুম। জবাব দিতে নেমে কাট্টলী নূরুল হক হাই স্কুল ৩৯ ওভার খেলে ১২৯ রানে অল আউট হয়ে যায়। দলের মো. ইমতিয়ার ২১,ইমন হাসান ২২,মারজুক ইসলাম ২৩ এবং আহনাফ উদ্দিন অপরাজিত ১৫ রান করেন। অতিরিক্ত রান হয় ২০।
বন্দর উচ্চ বিদ্যালয়ের তালহা জুবায়ের ১৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। ৩টি উইকেট পান ইমতিয়াজ আলম এবং ২টি উইকেট নেন মাহির শাহরিয়ার। অল রাউন্ড নৈপুণ্যের জন্য তালহা জুবায়েরকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার দেয়া হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা।
আজ ২৭ এপ্রিল মহিলা কমপ্লেক্ম মাঠে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার খেলায় অংশ নেবে চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং সানশাইন গ্রামার স্কুল।