বাংলাদেশে সমুদ্র বন্দর ও অবকাঠামোতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বাসস জানিয়েছে, আমিরাতের নতুন রাষ্ট্রদূত আলী আব্দুল্লাহ খাসেফ আলহামুদি গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন।
রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে তিনি সাংবাদিকদের বলেন, পারস্পরিক স্বার্থে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অবকাঠামো এবং সমুদ্র বন্দরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। চট্টগ্রাম বন্দর উন্নয়ন সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ইতোমধ্যে একটি জি টু জি চুক্তি সই হয়েছে। আমিরাত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবং নিউ মুরিং কন্টেনার টার্মিনালের একটি জেটিও পরিচালনা করতে চায়। খবর বিডিনিউজের।
প্রেসসচিব বলেন, আমিরাতের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে তার দেশ বাংলাদেশের সঙ্গে সহযোগিতার বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবে। রাষ্ট্রদূত বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান। বৈঠকে প্রধানমন্ত্রী আগামী নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলন আয়োজনকারী সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কথা বলার সময় শেখ হাসিনা আরব আমিরাত ও অন্যান্য আরব দেশে চাকরির জন্য যেতে ইচ্ছুকদের জন্য আরবি ভাষা শেখার উপর জোর দেন।
ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্টৃদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বেকে তার শুভেচ্ছাও জানান।
এ সময় অ্যাম্বাসেডর এ্যাট–লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।