বন্দরে আটকে পড়া সকল পণ্যের ৭ দিনের ড্যামারেজ চার্জ মওকুফ

১৪ আগস্টের মধ্যে খালাস না করলে পাবে না এই সুবিধা এফবিসিসিআইয়ের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাড়া

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

সব ধরনের আমদানি রপ্তানি পণ্যের জন্য ৭ দিনের স্টোর রেন্ট বা ড্যামারেজ চার্জ মওকুফ করা হয়েছে। এফবিসিসিআইর আবেদনের প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই সুবিধা দেয়া হয়েছে। এর ফলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাধারণ ছুটি, কারফিউ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে ১৮ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরে আটকা পড়া বিপুল আমদানি পণ্যের সাতদিনের চার্জ ব্যবসায়ীদের প্রদান করতে হবে না। এর আগে শুধুমাত্র বিজিএমইএর পণ্যসমূহের চার্জ মওকুফ করা হয়েছিল। পরবর্তীতে এফবিসিসিআই সকল পণ্যের ক্ষেত্রে একই সুবিধা দেয়ার আবেদন করলে মন্ত্রণালয় তাতে সাড়া দেয় এবং গতকাল নতুন প্রজ্ঞাপন জারি করে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম আজাদ স্বাক্ষরিত গতকাল জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এফবিসিসিআই’র আবেদনের পরিপ্রেক্ষিতে আমদানি রপ্তানিকৃত যে সকল পণ্যের চালান ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এসেছে এবং আসবে সেগুলো খালাসের ক্ষেত্রে সর্বোচ্চ সাতদিনের স্টোররেন্ট/ডেমারেজ চার্জ মওকুফে সরকারের সম্মতি জ্ঞাপন করা হলো।

তবে এক্ষেত্রে শর্ত হলো, আগামী ১৪ আগস্টের মধ্যে যারা বন্দর থেকে মালামাল খালাস করে নেবে না, তারা এই সুবিধা পাবে না। নিয়মানুযায়ী জাহাজ থেকে নামানোর পর একটি আমদানি পণ্যভর্তি কন্টেনার চার দিন পর্যন্ত বিনা স্টোররেন্টে বন্দর ইয়ার্ডে রাখার সুযোগ পান আমদানিকারকরা। পঞ্চম দিন থেকে ২০ ফুট দীর্ঘ একটি কন্টেনার ইয়ার্ডে রাখার জন্য প্রথম সপ্তাহে প্রতিদিন ৬ ডলার স্টোর রেন্ট প্রদান করতে হয়। পরবর্তী সপ্তাহে প্রতিদিন ১২ ডলার এবং ২১তম দিন থেকে প্রতিদিন ২৪ ডলার করে ভাড়া গুনতে হয়। ৪০ ফুট লম্বা কন্টোরের ক্ষেত্রে এই ভাড়া দ্বিগুণ।

দেশে সৃষ্ট সহিংস পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের প্রায় সব আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এতে কয়েক হাজার কন্টেনার আটকা পড়ে। আটকা পড়া কন্টেনারের স্টোর রেন্ট নিয়ে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছিল।

সেই বাড়তি খরচ থেকে বাঁচতে এফবিসিসিআই গত ২৪ জুলাই নৌ পরিবহন মন্ত্রণালয়ে সব ধরণের পণ্যের স্টোর রেন্ট মওকুফের আবেদন জানায়। ওই আবেদনের প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় স্টোর রেন্ট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করলো।

গতকাল এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম জানান, আমাদের আবেদনে সাড়া দিয়ে সরকার সব ধরণের আমদানি রপ্তানি পণ্যের ক্ষেত্রে সাত দিনের স্টোর রেন্ট মওকুফ করেছে। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে এই সুবিধা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে কন্টেনার খালাস করে নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধডিবি থেকে সরানো হল হারুনকে
পরবর্তী নিবন্ধরোববার থেকে খুলছে মফস্বলের প্রাথমিক বিদ্যালয়