বন্দরের ভাণ্ডার শাখায় দুদকের অভিযান

সাত কোটি টাকার স্ক্র্যাপ এক কোটিতে ‘বিক্রি’

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ভাণ্ডার শাখার সাত কোটি টাকার লোহার স্ক্র্যাপ মাত্র এক কোটি ২১ লাখ টাকায় বিক্রি করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, টেন্ডারের কার্যক্রম শেষ হলেও ঠিকাদারকে মালামাল সরবরাহ করা হয়নি। এছাড়া বন্দরের ভাণ্ডার শাখার ৫টি লটে লোহার স্ক্র্যাপসহ অন্যান্য মালামাল বিক্রির কাগজ ও রেকর্ডপত্রাদি, স্টক রেজিস্ট্রার, মুভমেন্ট রেজিস্ট্রার এবং স্টক করা মালামাল সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে এনফোর্সমেন্ট টিম। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংক্রান্ত মালামালের ওজন পরিমাপ সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন দুদক সূত্র।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় সভায় ডিনের বিরুদ্ধে অপমানের অভিযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রেজাউল