বন্দরের বাড়তি ট্যারিফ এক বছর স্থগিত রাখার অনুরোধ

বিজিএমইএ পোর্ট অ্যান্ড শিপিং কমিটির প্রথম সভা । ব্যাংক ডকুমেন্ট ছাড়া শিপিং লাইনের বিদেশে পণ্য হস্তান্তর নিয়ে আলোচনা

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের বিজিএমইএ পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। একইসঙ্গে ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করায় বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং পরিস্থিতি বিবেচনায় ট্যারিফ বৃদ্ধি আরো এক বছর স্থগিত করতে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

সভায় বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে কাস্টমসকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ; যেহেতু বন্দরের গতিশীলতা পুরোপুরি কাস্টমস নির্ভর।

বক্তারা বলেন, ফ্রেইট ফরওয়ার্ডার এবং শিপিং লাইন (এমএলও) কর্তৃক রপ্তানি পণ্য চালান বিদেশি ক্রেতার কাছে হস্তান্তরের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ফ্রেইট ফরওয়ার্ডার এসআরও বিধিমালা ভঙ্গ করে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে বিদেশি কনসাইনির ব্যাংকের এনডোর্সকৃত ট্রান্সপোর্ট ডকুমেন্ট ছাড়া রপ্তারিপণ্য ডেলিভারি দেওয়ার কারণে দীর্ঘকাল ধরে অনেক পোশাকশিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হয়নি।

উল্লেখ্য, ২০০৩ সালে চট্টগ্রামের ৪টি প্রতিষ্ঠান তাদের অর্থ উদ্ধারের জন্য তৎকালীন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আলোচনায় আসলেও আজ পর্যন্ত এর কোনো প্রতিকার সম্ভব হয়নি। শিপিং লাইনের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী পদক্ষেপ গ্রহণ করলেই উচ্চ আদালতে রিট এবং ভয়ভীতির কারণে ভুক্তভোগীরা ধরেই নিয়েছে শিপিং লাইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পথ খোলা নেই।

সম্প্রতি বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠান মেসার্স মেলো ফ্যাশন লিমিটেডের ৩,৯৬,৪৪৮.৮০ মার্কিন ডলার মূল্যের রপ্তানিকৃত পণ্যের ব্যাংক ডকুমেন্ট ব্যতীত পণ্য ওয়ানলাইন শিপিং কর্তৃক বিদেশি ক্রেতার বরাবর হস্তান্তর করায় বিষয়টি আবারও আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভুক্তভোগী প্রতিষ্ঠানসমূহের অর্থ উদ্ধারে বিজিএমইএ কর্তৃক সহযোগিতা করা হবে মর্মে আশ্বস্ত করেন নেতৃবৃন্দ।

বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএর প্রাক্তন প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক ও বিজিএমইএ পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটি পরিচালক ইনচার্জ মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএর পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএর প্রাক্তন পরিচালক ও পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা এএম মাহবুব চৌধুরী, পোর্ট অ্যান্ড শিপিং কমিটির সদস্য বিজয় শেখর দাশ, কাজী মো. শফিকুল ইসলাম টিটু, মো. আবদুল বারেক ও মো. তসলিম আরিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৎ ভাইয়ের হাতে কিশোর খুন
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে ব্যবসা, ৪০ অস্থায়ী দোকান উচ্ছেদ করল চসিক