বন্দরের নিরাপত্তায় সেইফ গার্ড মহড়া

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বার্ষিক মহড়া ‘সেইফ গার্ড২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বন্দরের নিরাপত্তা ও ফায়ারের কর্মী ছাড়াও সেনানৌবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে আইএসপিএস মনিটরিং সেলের আয়োজনে মহড়া অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, মহড়ায় বন্দরের নিরাপত্তার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বন্দর সচল রাখার প্রস্তুতিতেও জোর দেয়া হয়। সার্বিকভাবে মহড়ার মধ্যে ছিল গেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা, নৌ নিরাপত্তা, অগ্নি ও রাসায়নিক নিরাপত্তা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করা। বন্দরের বিভিন্ন স্থাপনায়ও একই সময়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আগামী জানুয়ারিতে আমেরিকান কোস্টগার্ডের আইপিএস টিম আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসতে পারে। এ সফরকে সামনে রেখে মহড়াটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পায়
পরবর্তী নিবন্ধশিশুদের মনোবিকাশে প্রয়োজন নৈতিক শিক্ষা