বন্দরের দায়িত্ব গ্রহণ করলেন নতুন চেয়ারম্যান

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার এডমিরাল এম. শাহজাহান। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান ১৯৬৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান ডিফেন্স
সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজের ওপর এমফিল ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল- ইমপেক্ট অব পোর্ট এন্ড শিপিং অন ইকোনমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ।
এম. শাহজাহান এরআগে মোংলা বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জ্বালানি ও খনিজ সমপদ মন্ত্রণালয়ের ব্লু ইকোনমি সেলের সদস্য ও বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক ছিলেন। চট্টগ্রাম বন্দর ও কোস্ট গার্ডের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এনপিপি ও বিসিজিএমএস মেডেল প্রদান করা হয়। জাতিসংঘ মিশনের অধীনে তিনি সিয়েরা লিওনে সামরিক পর্যবেক্ষক দলের টিম লিডার ও হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
এম. শাহজাহান অস্ট্রেলিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, তুরস্ক, গ্রীস, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, ঘানা ও নাইজেরিয়া সফর করেন। উল্লেখ্য, তিনি দুই পুত্র সন্তানের জনক।

পূর্ববর্তী নিবন্ধনতুন ধারার সূচনা করতে চাই : রেজাউল
পরবর্তী নিবন্ধআজ শুরু ভাষার মাস