বন্দরটিলা বাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা বাজার সংলগ্ন চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সন্দীপ স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে আকবরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং ক্রেতার কাছে অধিক মূল্যে সুপার পাম তেল বিক্রয় করা ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করায় মেসার্স আমির স্টোরের মালিক আমির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সুপার পাম তেল বিক্রি করায় মেসার্স নয়ন ট্রেডার্সের মালিক বাবলুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বংলাদেশ দক্ষিণ জেলার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল