বন্দরটিলায় ভাঙা সড়কে উল্টে গেছে কন্টেইনারবাহী লরি

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ভাঙা সড়কে উল্টে গেছে এক কন্টেইনারবাহী লরি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান রাজ বলেন, বন্দরটিলা এলাকায় ভোরে একটি কন্টেইনারবাহী লরি উল্টে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বন্দরটিলার ভাঙা সড়কে বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। এ সড়কে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনা লেগেই আছে। অথচ এটি একটি ভিআইপি সড়ক।

জানা যায়, এর আগেও গত ২ জুলাই একই জায়গায় একটি বাঁশবাহী পিকআপ উল্টে যায়। পথচারীরা জানান, আজ সকালের দুর্ঘটনায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধকৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন