সংরক্ষিত বনের গাছ কাটা, বনের ভেতর থেকে জ্বালানী সংগ্রহসহ নানা কারণে উজাড় হওয়া থেকে বনকে রক্ষায় টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ। প্রকল্পের অধীনে রেঞ্জের সাতটি গ্রাম সংরক্ষণ দলের সুবিধাভোগী ৩১৬ জন সদস্যদের (নারী–পুরুষ) মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। এতে প্রত্যেক সদস্য পেয়েছেন ২৫ হাজার ২০০ টাকা করে। বনবিভাগ জানিয়েছে, ঋণের এই টাকা দিয়ে বনের ওপর নির্ভরশীল থাকা এসব সদস্য তাদের পরিবারে আর্থ সামাজিক উন্নয়ন ঘটাবে।
গতকাল শনিবার দুপুরে রেঞ্জ কার্যালয়ে উপকারভোগীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ঋণের টাকার চেক। কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. দেলোয়ার হোসেন। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার, টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ প্রসঙ্গে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা দৈনিক আজাদীকে বলেন, তারা একসময় বনের ওপরই নির্ভরশীল ছিলেন। এই কারণে দেদার উজাড় হচ্ছিল সংরক্ষিত বনাঞ্চল। তাই বন রক্ষায় সরকার টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে উপকারভোগী হিসেবে সাতটি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন নারী–পুরুষকে ঋণ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এতে করে তারা বন এবং বনের গাছপালাসহ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।