বনভান্তে স্মৃতি চৈত্য মন্দির সুরক্ষায় সেনাবাহিনীর টহল জোরদার

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

ঐহিত্যময় মন্দির ‘বনভান্তে স্মৃতি চৈত্য’ মন্দির সুরক্ষায় কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন অনন্য ভূমিকা পালন করছে বলে জানা গেছে। মন্দিরে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সেনাবাহিনী নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন বরাদম আর্মি পোস্টের পাশে অবস্থিত হওয়ায় বনভান্তে স্মৃতি চৈত্যের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেলের নির্দেশে ব্যাটালিয়নের অপস্‌ অফিসার ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ বনভান্তে স্মৃতি চৈত্য পরিদর্শন করেন। এসময় মন্দির পরিচালনার দায়িত্বে নিয়োজিত সংকিচ্চ ভিক্ষু ও শান্ত উজ্জল ভিক্ষু, মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অরুণ জ্যোতি চাকমা এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ বনভান্তে স্মৃতি চৈত্যের ভিক্ষু এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, মন্দির কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা সুরক্ষাসহ যে কোন বিষয়ে সহযোগিতা চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সেনবাহিনী প্রস্তুত রয়েছে। বনভান্তে স্মৃতি চৈত্য ছাড়াও আশপাশের মন্দির বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটিও সহযোগিতা চাইলে সেনাবাহিনী সার্বক্ষনিক সহযোগিতা দিবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে মনজিলের অনুদান বিতরণ
পরবর্তী নিবন্ধদুদক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আদালতে