বনফুল সিজেকেএস–সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় মাদারবাড়ি শোভানিয়া ক্লাব ১–০ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। দিনের ২য় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ২–০ গোলে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবকে পরাজিত করে। আজ সকাল ৯টায় পাইরেট্স অব চিটাগাং বনাম সাউথ এন্ড ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।