বদি ভাণ্ডারে শিক্ষা সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ বরকলে হযরত মৌলানা সৈয়দ বদিউল আলম শাহ (রহ.) প্রকাশ বদি ভাণ্ডার দরবারে ওরশ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন হয়েছে। গাউছিয়া রহমানিয়া ফয়জিয়া বদিয়া খেদমত কমিটির কর্ণফুলী বড় উঠান শাখা ও বদি ভাণ্ডার ফাউন্ডেশনের উদ্যোগে তশরিফ আনেন সাতগাছিয়া দরবারের শাহজাদা সৈয়্যদ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মা.জি.আ.), হাফেজ পীরজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ জোনাইদুল আনোয়ার (মা.জি.আ) হাফেজ নগরী, মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃ) শাহাজাদা, মোহাম্মদ জাহাঙ্গীর মাইজভান্ডারী। ওরশে দুস্থদের মাঝে চাল বিতরণ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চন্দনাইশ শাখার ডায়াবেটিস চেক আপ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। শাহাজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার আখেরী মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওল্ড স্কলাস্টিকানস আ্যসো’র বসন্ত উৎসব ও নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু