ঋতু বদলের মতো বদলে যায়। ক্ষয়িষ্ণু সময়, স্মৃতি। স্বপ্ন বদলে যায়, অনুরাগের বহিঃপ্রকাশ বদল হয়! কবিতা বদলায়, গদ্যের সারল্যতা হ্রাস পায়! পতন হয় সারল্যের, স্বতঃস্ফূর্ততার, ছন্দের।
সময়ের সাথে বদলে যাওয়া জীবনের আলপথে হন্যে হয়ে খুঁজি জীবনবোধকে! যেখানে হাঁটতে হাঁটতে বদলে গেছে সময়, বদলেছে জীবন। আসলে, জীবনে বদলে যাওয়ার প্রক্রিয়া চলমান। হঠাৎ করে প্রিয় মানুষগুলো বদলে যায়! হঠাৎই সুখের মুহূর্তগুলো নাগালের বাইরে চলে যায়। ভাসমান মানুষ খড়কুটোর আশায় বদলে ফেলে নিজস্বতা। প্রতিদিন শুধু মানুষের বদলে যাওয়া দেখতে দেখতে, আমিও বদলে যাচ্ছি অহর্নিশ। ভীষণভাবে বদলে যাচ্ছি! রাতের আকাশের উজ্জ্বল চাঁদ দেখে বিমুগ্ধ আমার মন সহসা বদলে যায়! বুকের ভিতর পুলক অনুভব করি। মাঝে মাঝে চক্ষুদ্বয়ে প্রবল ধারা বর্ষে আনন্দে, বিহ্বলতায়। পোশাক বদলের মতো জীবনের ধারা শুধুই বদলায়। বদলে যায় গানের সুর। পাখির কলতান, সেও বদলায়! বদলায় মেঠোপথ।
বদলে যায় সংস্কার, চরিত্র, অভ্যাস। এতো এতো বদল! বদলের ধারা নির্মম হতে থাকে। নিষ্পেষিত হয় সাধারণরা! এভাবে চলতে থাকলে, সময়ও ফুঁসে উঠবে একদিন। নির্বোধ জন জেগে উঠবে সবেগে, আবেগে। অবলা, অবোধরা বোধময় জীব হয়ে অসাড়তার বিসর্জন উৎসবে মাতোয়ারা হবে। একদিন, সেইদিন দূরে নয় আর!