নোয়াখালী, ফরিদপুরসহ দেশের জেলা পর্যায়ের ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার, যেগুলোর নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা বা তাদের পরিবারের সদস্যদের নামে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারীর সই এক প্রজ্ঞাপনে গত মঙ্গলবার নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
সেখানে বলা হয়, ফরিদপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের’ নতুন নাম হয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। জামালপুরের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজের’ নাম এখন থেকে ‘জামালপুর মেডিকেল কলেজ’। টাঙ্গাইলের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজের’ নাম দেওয়া হয়েছে ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাবার নামে মানিকগঞ্জের ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ’ করা হয়েছিল। এর নতুন নাম হয়েছে ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’। নোয়াখালীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মালেক উকিলের নামে ছিল ‘আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ’; এর নতুন নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’।
এছাড়া বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, আওয়ামী লীগ নেতা এম. আব্দুর রহিমের নামে করা হয়েছিল দিনাজপুরের মেডিকেল কলেজটি। এম আবদুর রহিম দিনাজপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম এবং সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের বাবা। এ প্রতিষ্ঠানের নতুন নাম দেওয়া হয়েছে ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।