নারীদের বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকেই ব্যাটিং–বোলিংয়ে দারুণ প্রদর্শনী করছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বলা যায় একরকম উড়তে থাকা বাংলাদেশ হঠাৎই খেল হোঁচট। টানা তিন জয়ের পর তারা হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাতে অবশ্য বিশ্বকাপ খেলার স্বপ্নে তেমন ধাক্কা লাগেনি। এখনও দারুণ উজ্জ্বল নিগার সুলতানাদের সম্ভাবনা। পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। একের পর এক রেকর্ড গড়ে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। গত বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যেত তাদের বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ। কিন্তু এ দিনই ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ফুটে উঠেছে ব্যর্থতা। ব্যাটিংয়ে ফারজানা হক ও শারমিন আক্তারের বড় জুটির পর কেউ তেমন কিছু করতে পারেননি। বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখতে পারলেও, শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়ারা। ফলে এখন একরকম কঠিন সমীকরণের মুখে পড়তে হয়েছে টাইগার নারীদের। ছয় দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটি জিতেছে পাকিস্তান। আর সে সুবাধে প্রথম দল হিসেবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নাম লিখিয়ে ফেলেছে স্বাগতিকরা। চার ম্যাচে তিন জয় নিয়ে আপাতত দুই নম্বরে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড পেয়েছে সমান ২টি করে জয়।
এছাড়া আয়ারল্যান্ডের জয় একটি। আর চার ম্যাচেই হেরে গেছে থাইল্যান্ড। এই দুই দল ছিটকে গেছে বিশ্বকাপের দৌড় থেকে। তাই লড়াইটা এখন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে। তিন ম্যাচ জিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিতলে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট পাবেন নিগার, শারমিন, ফারজানারা। রেকর্ডের মালা গেঁথে দারুণ সব জয়ে বাংলাদেশের নেট রান রেটও খুব ভালো (+১.০৩৩)। তাই আজ শনিবার শেষ ম্যাচে হেরেও বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে তাদের। বাকি দুই দলের মধ্যে নেট রান রেটের বিচারে এগিয়ে স্কটল্যান্ড (+০.১৩৬)। স্কটিশদের কাছে হার দিয়ে যাত্রা শুরু করা ক্যারিবিয়ানদের নেট রান রেট খুব কম (-০.২৮৩)। তাই বাংলাদেশের বড় পরাজয়ের অপেক্ষা করতে হবে তাদের।
একইসঙ্গে রোববার আসরের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে হবে বিশাল ব্যবধানে। সার্বিক বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরও বিশ্বকাপে যাওয়ার জন্য দ্বিতীয় দল হিসেবে সবচেয়ে নিরাপদ অবস্থানে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় পরাজয় এড়ালেই নিশ্চিত হয়ে যেতে পারে আগামী অক্টোবরে তাদের ভারত যাত্রা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আজ শনিবার সকালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।