বড় চ্যালেঞ্জ এক শতাংশ ভোটারের স্বাক্ষর

চট্টগ্রামের ১৬ আসরে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী ৩১ জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে মাঠে নেমেছেন অনেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশ নিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের নামস্বাক্ষর ও ভোটারের মোবাইল নম্বর মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে। প্রায় সময় এক শতাংশের স্বাক্ষরসহ নামের তালিকা মাঠ পর্যায়ে যাচাই করতে গিয়ে সত্যতা পাওয়া যায় না। ভুয়া প্রমাণ হলে প্রার্থিতা হারান স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্রের সাথে দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ নামের তালিকার সত্যতা যাচাইয়ে মাঠ পর্যায়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাচন কর্মকর্তারা। তখন কোনো ভোটার অস্বীকার করলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়।

এদিকে গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে ৩১ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রাম১ মীরসরাই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৪৬৪ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩৬৬৫ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে।

চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪৫৬৫ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে। চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৯০৭ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ২৪১৯ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪২৭২ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে। চট্টগ্রাম৫ হাটহাজারী আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪৭৪৫ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে। চট্টগ্রাম৬ রাউজান আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩১৬৯ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে।

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩১৩১ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে। চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪৭৩ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৫১৫৫ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে।

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৭৬ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪০৯৬ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে।

চট্টগ্রাম১০ ডবলমুরিং আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৯০ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪৮৬০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৪৮ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৫০১৮ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।

চট্টগ্রাম১২ পটিয়া আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩২৯৪ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে। চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩৫৬৯ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।

চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ২৮৮৩ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে। চট্টগ্রাম১৫ লোহাগাড়াসাতকানিয়া আংশিক আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৪৫৮৪ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।

চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়ে ৩৭০৮ জন ভোটার স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে মনোনয়নপত্রের সাথে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির কারা ভোটে আসছে দেখে কৌশল সাজাবে আওয়ামী লীগ : কাদের
পরবর্তী নিবন্ধদাদা চলে গেলেন, প্রাণে বাঁচলো দুই নাতি