লোহাগাড়ায় বড়হাতিয়া স্টুডেন্টস্ ফোরামের মেধা যাচাই গোল্ড মেডেল বৃত্তির পুরস্কার বিতরণ গত ১৮ অক্টোবর ফোরামের পরিচালক দেলোয়ার হোসোইন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামবাদী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলেরসহসভাপতি আবু সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর, সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জসিম উদ্দিন ও কাইছার চৌধুরী। প্রধান অতিথি বলেন, দেশের ক্রান্তিকালে ছাত্রসমাজ কখনো ঘুমিয়ে থাকেনি, সবসময় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশের প্রতিটি গৌরবময় অর্জনে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক অবস্থার সুরাহা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে একটা দেশ ব্যর্থ হলে শিক্ষা সূচকে দিনদিন তলানিতে এসে পড়বে। তাই জাতিকে একটি সৃজনশীল জনশক্তি উপহার দিয়ে দেশকে এগিয়ে এ ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলার ১১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও পদক প্রদান করা হয়।