বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর মুরাদপুরে ছাত্র–জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওমর গণি এমইএস কলেজের শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর পাঁচলাইশ থানা পুলিশের কাছে হৃদয়কে হস্তান্তর করা হয়েছে। খুলশী থানার ওসি মুজিবুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্র আন্দোলনের সময় গুলি চলাচ্ছিলেন হাবিবুর রহমান ওরফে হৃদয় নামের এক যুবক–এমন ছবি রয়েছে আমাদের কাছে। ওই ছবি যাচাই–বাছাই করে তাকে শনাক্ত করা হয়। একপর্যায়ে তাকে আমরা গ্রেপ্তার করি। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে অস্ত্র নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন হৃদয় বলেও জানান ওসি।