বড়উঠান নুরী বাবার ৪৮তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ৩:৪৮ অপরাহ্ণ

কর্ণফুলীস্থ বড়উঠানে হাযতে রাওয়া মুশকিল কোশা সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা মাওলানা আবুল মোকারম মোহাম্মদ নুরুল ইসলাম আল্ কাদেরী আল্ চিস্তী (রহ) প্রকাশ নূরী বাবার ৪৮তম বার্ষিক ওরশ শরীফ গত সোমবার মহা সমারোহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ব্যাংকার শাহজাদা মোহাম্মদ মেহেরাব হোসেন খান নুরীর সার্বিক পরিচালনায়, শাহাজাদা মোহাম্মদ ছারকীছ হোসেন খান নুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাহজাদা মোহাম্মদ মোজাদ্দাদ হোসেন খান নুরী। মাহফিলে তকরীর পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন আল্ কাদেরী (এম ফিল, পিএইচডি), মাওলানা সরোয়ার আলম আল্ কাদেরী প্রমূখ।ছেমা মাহফিল (আধ্যাত্মিক সংগীত) পরিবেশন করেন মাওলানা আবু ছালেহ কাওয়াল। পরিশেষে শাহজাদা ইমরাজ হোসেন খান নুরীর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যানটাবেরির বিজয় দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার