বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে বজ্রপাতে দুই মহিষের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মহিষ দুটির মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা হবে বলে মহিষের মালিক মৃত সাহাব মিয়ার পুত্র আবদুল মতলব জানায়। বাহারছড়া ইউনিয়নের রত্নপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবাদুল হক জানান সোমবার বিকালে ৫টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে রত্নপুর মাঠে থাকা অবস্থায় আবদুল মতলব এর দুটি মহিষের উপর বজ্রপাত আঘাত আনলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী ঘটনার সত্যতা শিকার করেন।