বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মালাক্কার কাছে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ ঘূর্ণিবায়ুর চক্র আরও ঘনীভূত হয়ে উত্তরউত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সে কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

এদিকে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শেনইয়ার’। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত নাম প্রস্তাব করেছিল, যা অর্থ ‘সিংহ’। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানান, মালাক্কা প্রণালি ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেনইয়ার’র পরিণত হয়ে বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় দূত পাঠাচ্ছেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধআজ জেএম সেন হলে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম বিভাগীয় উৎসব শুরু