টেকনাফ শাহপরীর দ্বীপের জেটি ঘাটে আসার পথে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। গতকাল শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মোহাম্মদ হোছেন (৩০) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার ৬নং ওয়ার্ডের লম্বাগুনা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৪৮)। র্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. তানভীর হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এই অভিযান শুরু হয়। ১৫ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুর ২ টায় ট্রলারটি থেকে এক লাখ ইয়াবা ও আটটি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারটির মালিক টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন ধৃতরা। চালানটিও টেকনাফে মজুদের পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।












