বাংলাদেশে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ড যেন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অগ্নিকাণ্ডের এমন বিধ্বংসী খেলায় ভস্ম হচ্ছে হাজারো মানুষের স্বপ্ন। অগ্নিকাণ্ডের সর্বস্বান্ত করে দিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারকে। গত ৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৬ টার সময় রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় তিন হাজারেরও বেশি ব্যবসায়ীর কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছারখার হয়ে যায়। এসব সম্পদের মধ্যে বেশির ভাগই গার্মেন্টস শিল্প যেমন–শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ী, লুঙ্গি ইত্যাদি। ব্যবসায়ীগণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজের সাধ্যের মধ্যে সব পুঁজি লগ্নি করেন। কিন্তু কে জানত তাদের এমন স্বপ্ন ভোর ৬ টায় পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয় এসব দোকানে দেশের বিভিন্ন জেলার অনেক মানুষ মাসিক বেতনে কাজ করতো। বঙ্গবাজারের আগুনে হাজার হাজার বিক্রয়কর্মী কর্মহীন হয়ে পড়লো। মালিকপক্ষ এবং হাজার হাজার কর্মচারীর জীবন এখন প্রায় অনিশ্চয়তায় নিমজ্জিত। সরকার ইতোমধ্যে ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষ মানুষের জন্য; আমাদের অর্থ সম্পদ আজ আছে কাল নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু মানবতা শেষ হয়ে যায় না। তাই সরকারের পাশাপাশি আসুন আমরাও যারা বিত্তবান–সম্পদশালী, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াই।
মো:আজিজুল ইসলাম
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।












