বঙ্গবন্ধু শর্মি বড়ুয়া | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ তুমি হলে শ্রেষ্ঠ বাঙালি তুমি জাতির পিতা, তোমার স্বপ্নের পথটি ধরে এলো স্বাধীনতা। তুমি ছিলে মহান নেতা তুমি বাংলার প্রাণ। বাঙালি কি ভুলতে পারে তোমার দেয়া দান? বীর বাঙালি তোমার নামে গাইছে জয়গান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সবার প্রিয় স্লোগান।