বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আবু সুফিয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক এবং দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ হারুন–উর–রশীদ (এম.এ) ও সমন্বয়কারী মাস্টার মোঃ জাকির হোসেন, মাস্টার কামাল উদ্দিন, এ.এইচ.এম আবুল খায়ের, লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ মাসুম, মহানগর ছাত্রলীগের সহ–সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন শৈশব, কৈশোর, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, সংগ্রামী জীবন কোমলমতি ছাত্রছাত্রী ও সকলের কাছে পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। খবর প্রেস বিজ্ঞপ্তির।