বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন

দক্ষিণ জেলা আ.লীগের শোক দিবসের আলোচনায় বক্তারা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও এনে দিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের অংশ হিসেবে কৃষিশিক্ষাস্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পরিবর্তন এনেছেন। দেশকে সমৃদ্ধির সোপানে নিয়ে যাওয়ার সকল কর্মসূচি গ্রহণ করেছেন। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা মুক্তিযুদ্ধে পরাজিত বর্বর পাকিস্তানিদের মিত্র হিসাবে বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী শোক দিবসের গতকাল প্রথমদিনে সূচনা পর্বে আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, যিনি বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। সারাটি জীবন নিজের কথা, পরিবারের চিন্তা বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করেছেন। আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, চেমন আরা তৈয়ব, অ্যাড মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, অ্যাড জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধআগস্টেও ‘স্মার্ট’ সুদহার ৭.১০%