বঙ্গবন্ধু প্রবীণ সমিতির উদ্যোগে গত ১ অক্টোবর নগরীর পল্টন রোডে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হয়। সংগঠনের সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম ‘প্রবীণদের নিয়ে ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, ড. জিনবোধি ভিক্ষু, এম.এ. বশর, মোহাম্মদ ইসহাক মিয়া, হাজী ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার বাংলাদেশের প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেনের মর্যাদায় আসীন করে তাদের জন্য স্পেশাল পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছেন। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রবীণদের সেবার জন্য ৭ হাজার ৬৮৩ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। আগামী ২০২৫ সালে বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠির সংখ্যা হবে ১ কোটি ৮০ লাখ। প্রবীণদের সংখ্যা বিবেচনায় সরকার তাদের সেবায় বরাদ্দ আরো বাড়াবেন বলে আমরা আশাবাদী। প্রেস বিজ্ঞপ্তি।