বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। উপাচার্য গতকাল বুধবার সিআইইউ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। দিনটি উদযাপন উপলক্ষ্যে কর্তৃপক্ষ হাতে নিয়েছিল নানান কর্মসূচি। যাতে ছিল- ভবনে পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা ও স্মৃতিচারণ। অনুষ্ঠানে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধুর অসীম ক্ষমতাই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের অধ্যাপক নুরুল আবসার ও ড. মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, স্ল্যাস এর প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, কুমার দোয়েল দে, আশরাফুল হক, আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘আমি বাংলার গান গেয়ে’ উপাচার্যের কাছ থেকে পুরস্কার পেয়ে যান কৃতী ছাত্রী প্রীতু ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি